Home Entertainment জুটি বাঁধবে পরীমনি ও রোশান

জুটি বাঁধবে পরীমনি ও রোশান

5
0

২০১৬ সালে প্রথমবার জুটি বেঁধেছিলেন পরীমনি ও রোশান। একসঙ্গে তাদের দেখা গিয়েছিল ‘রক্ত’ ছবিতে। ছবিটি দশক মহলেও বেশ সাড়া ফেলেছিল। মাঝে বেশ কয়েক বছর কেটে গেছে। এরপর পর্দায় আর একসঙ্গে দেখা যায়নি তাদের। এবার আরও একবার এক হচ্ছেন পরী-রোশান।

সরকারি অনুদানে নির্মিতব্য ‘মুখোশ’ নামের নতুন একটি ছবিতে গেল জুলাই মাসেই চুক্তিবদ্ধ হয়েছিলেন পরীমনি। সম্প্রতি ছবিটির নায়ক হিসেবে রোশানকে চুক্তিবদ্ধ করা হয়।

সোমবার (০৭ সেপ্টেম্বর) ছবির পরিচালক ইফতেখার শুভ নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ‘এটি আমার একটি স্বপ্নের প্রজেক্ট। সরকারি অনুদানে ছবিটির শুটিং করতে পারছি। এটা আমার জন্য বড় পাওয়া। আগামী ডিসেম্বরে শুটিং শুরু করার ইচ্ছে আছে।’

তিনি বলেন, ‘অমর নায়ক সালমান শাহকে স্মরণ করে গতকাল রবিবার রোশানকে চুক্তিবদ্ধ করেছি। সালমানের অন্ধ ভক্ত হিসেবে, আমার ছবির নায়ক হিসেবে রোশানকেই পছন্দ ছিল। গল্পেও সে সুপারস্টারের চরিত্রে অভিনয় করবে।’

নির্মাতা ইফতেখার শুভর গল্পের প্রতি আস্থা রেখেই ছবিটিতে চুক্তিবদ্ধ হতে রাজি হয়েছেন বলে জানিয়েছেন পরীমনি।

‘মুখোশ’ ছবিটি পরিচালনার পাশাপাশি কাহিনী, চিত্রনাট্য ও সংলাপও লিখেছেন ইফতেখার শুভ।

২০১৯-২০ অর্থবছরে ‘লেখক’ শিরোনামে ছবিটি সরকারি অনুদান পেলেও এখন নাম বদলে ‘মুখোশ’ নামেই ছবির নির্মাণকাজ শুরু হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here