Home Entertainment পাঁচ নম্বর স্বামীর ঘরে পামেলা!

পাঁচ নম্বর স্বামীর ঘরে পামেলা!

6
0

হলিউড অভিনেত্রী পামেলা অ্যান্ডারসনের নাম শুনেই পুরুষদের হৃদয়ে ঝড় উঠতো। তার সেই বিশ্বজোড়া সুখ্যাতি এখনও আছে। তাইতো এবার নিজের বডিগার্ডকেই বশ করলেন এই আবেদনময়ী অভিনেত্রী। ‘ব্যাটম্যান’ খ্যাত প্রযোজক জন পিটার্সের সঙ্গে ছাড়াছাড়ির পর মাস ঘুরতে না ঘুরতেই নিজের দেহরক্ষীকে মন দিয়েছে পামেলা।

তার নতুন প্রেমিকের নাম ড্যান হাইহার্স্ট। ৪০ বছর বয়সী সুঠাম দেহের অধিকারী এই পুরুষ গত ২ বছর ধরে পামেলার নিরাপত্তা ঢাল হিসেবে দায়িত্ব পালন করছেন।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের খবরে বলা হয়েছে, গেল ২০ জানুয়ারি জন পিটার্সের সঙ্গে গাঁটছড়া বাঁধেন পামেলা। মাত্র ১২ দিনের মাথায় তাদের বিচ্ছেদ হয়। এরপর ফেব্রুয়ারি থেকেই নিজের দেহরক্ষীর সঙ্গে ডেটিং শুরু করেন তিনি। এমনকি গেল মার্চে দুজন একসঙ্গে কোয়ারেন্টাইনেও ছিলেন।

দেহরক্ষী থেকে প্রেমিক বনে যাওয়া ড্যান হাইহার্স্টকে নিয়ে ভীষণ সিরিয়াস ৫৩ বছর বয়সী পামেলা। তারা বিয়ের কথাও ভাবতে শুরু করেছেন।

জন পিটার্সের সঙ্গে ছাড়াছাড়ির সময় পামেলা বলেছিলেন, জীবন একটা ভ্রমণ এবং প্রেম একটি প্রক্রিয়া। এই সর্বজনীন সত্যকে মাথায় রেখেই আমরা পারস্পরিকভাবে আলাদা হয়েছি।’

সেই প্রেম প্রক্রিয়ার পথ ধরেই এবার হয়তো পঞ্চমবারের মতো নিজের বডিগার্ডের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে পারেন পামেলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here