Home Lead News গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৮৯২

গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৮৯২

7
0

দেশে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৫৫২ জন।

গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৩৬ জন এবং এ পর্যন্ত ২ লাখ ২৭ হাজার ৮০৯ জন সুস্থ হয়েছেন।

এছাড়া নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৯২ জন এবং এখন পর্যন্ত ৩ লাখ ২৯ হাজার ২৫২ জন শনাক্ত হয়েছেন।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) বিকেলে দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সবশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৬৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৯ দশমিক ১৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৮ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here