Home More করোনায় মারা গেলেন অধ্যাপক এম এ রশিদ

করোনায় মারা গেলেন অধ্যাপক এম এ রশিদ

6
0

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ঢাকা ওয়াসার বোর্ড চেয়ারম্যান অধ্যাপক এম এ রশিদ। ইন্না লিল্লাহি… রাজেউন। মৃত্যুকালে তার বয়েস হয়েছিল ৬৭ বছর।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন ঢাকা ওয়াসার ব্যাবস্থাপনা পরিচালক তাকসিম এ খান।

তিনি বলেন, করোনায় আক্রান্তের পর ১৬ জুলাই থেকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ভেন্টিলেশনে ছিলেন অধ্যাপক এম এ রশিদ। সবশেষ নমুনা পরীক্ষায় তার কোভিড-১৯ পজেটিভ আসে। এ সময় তার অবস্থা উন্নতি হয়। পরে ৩ সেপ্টেম্বর থাকে তার অবস্থা খারাপ হতে থাকে। এরপর থেকে তিনি আইসিইউতে  ছিলেন। বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

প্রসঙ্গত, ১৯৮৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক ছিলেন। গত বছরের সেপ্টেম্বর থেকে তিনি ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here