Home Lead News অবশ হয়ে যাওয়া ডান হাতের আঙুল নাড়াতে পারছেন ওয়াহিদা

অবশ হয়ে যাওয়া ডান হাতের আঙুল নাড়াতে পারছেন ওয়াহিদা

4
0

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের অবশ হয়ে যাওয়া ডান হাতের আঙুল নাড়াতে পারছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক মু. জাহেদ হোসেন।

ওয়াহিদা এখন রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের নিউরো ট্রমা সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক জাহেদ হোসেনের অধীনে আছেন।

অধ্যাপক জাহেদ হোসেন আজ একটি জাতীয় দৈনিককে বলেন, ওয়াহিদা খানমের ডান হাত অবশ থাকলে আশার কথা হচ্ছে সে এখন ডান হাতের আঙুল নাড়াতে পারছেন। ফিজিওথেরাপি দিলে অবশ থেকে তার অবস্থা স্বাভাবিক হতে পারে।

এদিকে আগামীকাল শনিবার তার মুখ ও কাপালের অস্ত্রোপাচারস্থলের সেলাই কাটা হবে বলেও জানান ডাক্তার।  এখন তিনি নরম জতীয় খাবার খেতে হচ্ছে।  তবে মেডিকেল বোর্ড বসে সিদ্ধান্ত নেবে তাকে হাসপাতালের বেডে বা কেবিনে পাঠানো হবে কী না।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর রাতে ঘোড়াঘাটের  সরকারি বাসভবনে ইউএনও ওয়াহিদা ও তার বাবা ওমর আলীকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা।  পরদিন সকালে আহত বাবা-মেয়েকে প্রথমে রংপুর নেওয়া হয়। পরদিন ইউএনও ওয়াহিদাকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here