Home National ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি

5
0

আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।

ঢাকা-৫ আসনে সাবেক সাংসদ আলহাজ সালাহউদ্দিন আহমেদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেয়া হয়েছে। আর নওগাঁ-৬ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ মো. রেজাউল করিম।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা-৫ এবং নওগাঁ-৬ আসনে উপনির্বাচনে আগামী ১৭ অক্টোবর ভোটগ্রহণ হবে। সাবেক সাংসদ সালাহ উদ্দিন আহমেদ বর্তমানে বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক। তিনি ১৯৯১ সাল থেকে তিন দফায় ধানের শীষ প্রতীকে ওই আসনটি বিএনপিকে উপহার দিয়েছেন।

অন্যদিকে শেখ মো. রেজাউল করিম নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির বর্তমান সদস্য। তিনি আগে আত্রাই থানা বিএনপির সভাপতি ছিলেন।

এর আগে গেল ৭ সেপ্টেম্বর ঢাকা-৫ আসনে যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম মনু ও নওগাঁ-৬ আসনে বর্তমানে রাণীনগর উপজেলার চেয়ারম্যান হিসেবে দায়িত্বে থাকা মো. আনোয়ার হোসেন হেলালকে দলীয় চূড়ান্ত মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

এদিকে গতকাল শনিবার জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা-৫ আসনে দলের প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ ও নওগাঁ-৬ আসনে রাণীনগর উপজেলার সভাপতি কাজী গোলাম কবিরকে লাঙ্গল প্রতীকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে।

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ ১ আসনে উপনির্বাচনের এখনও তফসিল ঘোষণা করা হয়নি।

উল্লেখ্য, আওয়ামী লীগের সাংসদ হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫, ইসরাফিল আলমের মৃত্যুতে নওগাঁ-৬, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ-১ এবং সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮টি আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here